শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

কৃষকের উন্নয়ন কথা চিন্তা করেই বিনামূল্যে সোলার সেচ পাম্প স্থাপন: ফরিদুল হক এমপি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

যমুনার চরে কৃষকের উন্নয়ন ভাবনায় বিনামূল্যে সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে বলে জানান সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল। তিনি আরো জানান, আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের এখন আর সার পেতে জীবন দিতে হয়না, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, যার উদাহরণ যমুনা চরে কৃষকদের জন্য বিনামূল্যে সেচ পাম্প প্রকল্প স্থাপন।

বিদ্যুৎবিহীন যমুনার চরে পশ্চিম অঞ্চলের কৃষকদের কথা চিন্তা করেই কুলকান্দী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নে ২৬টি সোলার সেচ পাম্প স্থাপন করেছি, যাতে করে সেচ পাম্পের আওতায় বিনামূল্যে কৃষকরা তাদের নানান ফসলাদি উৎপাদন করতে পারে।

তিনি বুধবার দুপুরে যমুনার দূর্গমচর মধ্য বরুল মারকাজুল হুদা নূরানী কওমি মাদরাসা মাঠে বিনামূল্যে কৃষকের মাঝে পানি সেচের লক্ষে ২০১৭-২০১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান বিএসসি আব্দুল খালেক আখন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুল ছালাম বক্তব্য রাখেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রতিটি সোলার সেচ পাম্প স্থাপন প্রকল্পের প্রায় আট লক্ষ টাকা করে ব্যয় হয়েছে। প্রতিটি সোলার সেচ পাম্প ৬হাজার৫শত ওয়াট এবং ৩.৭৫ কিলোওয়াট মটর রয়েছে। বিনামূল্যে প্রতিটি পাম্পের আওতায় কৃষকরা ১০০বিঘা জমিতে ধান, পাট, মরিচ, ভুট্রা, গম, পেয়াজ, আলুসহ বিভিন্ন ফসল ও সবজি উৎপাদন করতে পারবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, সোলার সেচ প্রতিটি পাম্পে ১শত বিঘা জমি আবাদ করা যাবে। দূর্গম চরাঞ্চলে কৃষকরা খরচ বিহীন আবাদে স্বস্থি পাবে উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com