রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া চার পৌরসভায় নৌকা ও ধানের শীষে মনোনয়ন পেলেন যারা। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে কুষ্টিয়া জেলার ৪টি পৌরসভায় দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ, অপরদিকে এই চার পৌরসভায় জাতীয়তাবাদী দলও (বিএনপি) প্রার্থী মনোনয়ন দিয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে স্ব-স্ব দলীয় সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন- কুষ্টিয়া (সদর) পৌরসভায় আনোয়ার আলী, মিরপুর পৌরসভায় এনামুল হক মালিথা, ভেড়ামারা পৌরসভায় সামিমুল হক ছানা ও কুমারখালী পৌরসভায় সামসুজ্জামান অরুন। এই চারজনই বর্তমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন- কুষ্টিয়া (সদর) পৌরসভায় মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালী পৌরসভায় আনিসুর রহমান, ভেড়ামারা পৌরসভায় মো. শামিম রেজা ও মিরপুর পৌরসভায় মো. আবজাল হোসেন।
শুক্রবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী আওয়ামী লীগের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি’র মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ভোট ১৬ জানুয়ারি।