বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি:: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় তহমিনা খাতুন নামে একজন আহত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭), হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫) ও ভ্যানচালক হোজেল হোসেনের ছেলে ভ্যানচালক একই এলাকার মুক্তার হোসেন (৪৫)।

এ ঘটনায় তহমিনা খাতুন নামে আরও একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তহমিনা খাতুন আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ভ্যানে করে বাড়ী থেকে কাজের উদ্দেশ্যে শহরের দিকে আসছিলো।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। স্থানীয়রা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে মরদেহগুলো উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক ট্রাক চালককে আটক করতে পারেনি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com