রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি::

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লালন শাহ সেতু সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ভেড়ামারা-পাবনা মহাসড়কের ৪১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুজ্জামান জানান, সেনাবাহিনীতে কমর্রত মেজবাহ উদ্দিনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার স্বরেরহাট গ্রামে। ছুটিতে এসে তিনি পরিবার নিয়ে ঝিনাইদহ জেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার দুপুরে তারা রাজশাহী ফিরছিলেন। পথে ভেড়ামারার ৪১০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন মেজবাহ উদ্দিনের স্ত্রী রুনা খাতুন (২৬), শিশু কন্যা রোজি (১) ও সিএনজির চালক জালাল উদ্দীন। এসময় গুরুতর অহত হন মেজবাহ উদ্দিন ও এক নারী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com