রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধি::
কুষ্টিয়ার ভেড়ামারায় খালের পানিতে ডুবে মুরসালিন (৭) ও আবরা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরের দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় বিলপাড়া এলাকার জিয়াখালের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মুরসালিন ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় বিলপাড়া এলাকার মো. জিল্লুর রহমানের ছেলে এবং আবরা মো. সুজন ইসলামের ছেলে। তারা আপন চাচাতো ভাই।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল আমীন জানান, দুপুরের দিকে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত দুই শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।