সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড, কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, তপু ও দিয়া

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২১ সালের জন্য বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আচরার দিয়া সিদ্দিকী। মঙ্গলবার বিওএ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সংগঠনটি।

আগামী ৩ জুন বেলা ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের মিলনমেলা খ্যাত কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড। এদিন ২০২০ সালে আইসিসি অনুর্ধ-১৯ বিশ^কাপজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনার পাশাপাশি ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফরমারদের পুরস্কৃত করা হবে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা, সাধারণ সম্পাদক সামন হোসেন, স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান তালহা বিন নজরুল।

এই ৩ জনকে বর্ষসেরা ক্রীড়াবিদের জন্যও মনোনীত করা হয়েছে। এদের মধ্যে থেকে একজনকে বর্ষসেরা ঘোষণা করা হবে আগামী ৩ জুন পুরস্কার প্রদান অনুষ্ঠানে।

এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন তিনজন। তারা হলেন- ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও নারী ক্রিকেটার শারমীন আক্তার সুপ্তা।
এ ছাড়াও ক্রীড়াপ্রেমীরা ভোট দিয়ে অন্য কাউকেও এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করতে পারবেন। আগামী ২০-৩০ মে পর্যন্ত বিএসপিএর অফিসিয়াল ওয়েবসাইটে www.bspa.com.bd গিয়ে পপুলার চয়েজ এ্যাওয়ার্ডের ভোটিং করা যাবে। উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।

২০২১ সালের জন্য ১৫ বিভাগে ১৮ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান হবে।

যারা পুরস্কারের জন্য মনোনীত
মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), তপু বর্মণ (ফুটবল), দিয়া সিদ্দিকী (আরচারি); পপুলার চয়েজ এ্যাওয়ার্ড ২০২১ (মনোনীত) ॥ মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), তপু বর্মণ (ফুটবল), শারমিন আক্তার সুপ্তা (ক্রিকেট), ক্রীড়াপ্রেমীদের পছন্দ; বর্ষসেরা ক্রিকেটার ॥

মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার ॥ তপু বর্মণ, বর্ষসেরা হকি খেলোয়াড় ॥ সোহানুর রহমান সবুজ, বর্ষসেরা আরচার ॥

দিয়া সিদ্দিকী, বর্ষসেরা বডিবিল্ডার ॥ মাকসুদা আক্তার মৌ, বর্ষসেরা কোচ ॥ অস্কার ব্রুজোন (বসুন্ধরা কিংস), বর্ষসেরা সাইক্লিস্ট ॥ ফয়সাল হোসেন, বর্ষসেরা নারী ক্রিকেটার ॥ শারমিন আক্তার সুপ্তা, উদীয়মান ক্রীড়াবিদ ॥

রিতু আক্তার (এ্যাথলেটিক্স), শরিফুল ইসলাম (ক্রিকেট), আলী কাদের হক (জিমন্যাস্টিক্স), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ॥ আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা), আমিরুজ্জামান আমির বাবু (ক্রিকেট সংগঠক, মাদারীপুর), বিশেষ সম্মাননা ॥

আবদুল গাফফার (সাবেক ফুটবলার ও সংগঠক), বর্ষসেরা সংগঠক ॥ সৈয়দ শাহেদ রেজা (মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন), সেরা সংগঠন ॥ বাংলাদেশ দাবা ফেডারেশন, বর্ষসেরা পৃষ্ঠপোষক ॥ আমরা নেটওয়ার্ক লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com