সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন যারা

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন যারা

স্পোর্টস রিপোর্টার:: কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আরচ্যার সাগর ইসলাম। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতু পর্ণা চাকমা। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।

এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও।

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। তারই ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল (শুক্রবার) বিকাল সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এ উপলক্ষে সোমবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ’র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতু পর্ণা চাকমা (ফুটবল) , সাগর ইসলাম (আরচ্যারি)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতু পর্ণা চাকমা (ফুটবল), নাহিদ রানা (ক্রিকেট)

বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ

বর্ষসেরা ফুটবলার: ঋতু পর্ণা চাকমা

বর্ষসেরা অ্যাথলেট: জহির রায়হান

বর্ষসেরা আরচ্যার: সাগর ইসলাম

বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়

উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট)

বর্ষসেরা দল: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল

সক্রিয় সংস্থা: শামস্-উল-হুদা ফুটবল একাডেমি, যশোর

বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি)

বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (ভারোত্তোলন)

তৃণমূল সংগঠক: বীরসেন চাকমা (রাঙামাটি)

সেরা সংগঠক: মো: ইমরুল হাসান (ফুটবল)

বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com