মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু রবিবার

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ পেশাদার ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় রবিবার থেকে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শুরু হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দেশের শীর্ষস্থানীয় ২৪টি মিডিয়া হাউস ৮ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। জানা যায়, দেশের সাংবাদিকদের সংগঠনগুলোর মধ্যে ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’ সবচেয়ে আকর্ষণীয় ও আকাক্সিক্ষত।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। সিক্স-এ-সাইডের এ টুর্নামেন্টে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র’র পাশাপাশি জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা ও স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের লিমিটেডের হেড অফ মার্কেটিং ড. জেসমিন জামান। এছাড়া ছিলেন বিএসজেএর সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ আরও অনেকে।

আসরে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশের অন্যতম শীর্ষ পত্রিকা দৈনিক জনকণ্ঠ, মাছরাঙা টেলিভিশন ও ইন্ডিপেনডেন্ট টিভি। ‘বি’ গ্রুপে সময় টিভি, বাংলাভিশন, মানবজমিন, ‘সি’ গ্রুপে ৭১ টিভি, বৈশাখী টিভি, ঢাকা পোস্ট, ‘ডি’ গ্রুপে নিউজ ২৪, ডেইলি স্টার, ইনকিলাব, ‘ই’ গ্রুপে টি-স্পোর্টস, চ্যানেল আই, যুগান্তর, ‘এফ’ গ্রুপে যমুনা টিভি, সমকাল, প্রথম আলো, ‘জি’ গ্রুপে ঢাকা ট্রিবিউন, ডেইলি সান, জিটিভি এবং ‘এইচ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে একুশে টেলিভিশন, জাগো নিউজ ও দৈনিক কালের কণ্ঠ।
টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৩১ মার্চ। টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com