বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
মো: তৌহিদুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর কুয়াকাটায় শামিম (২২) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ড হোসেনপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভোররাতে নিজ বাড়ির ব্রয়লার মুরগির খামার ঘর আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় শামিম । নিহত শামিম ৯নং ওয়ার্ডের হোসেনপাড়া এলাকার মিজান মুসুল্লির ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, গলায় ফাঁস লাগানো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরহাতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।