বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

কুয়াকাটায় পর্যটন দিবস উপলক্ষে হোটেল মোটেলে ৫০% ছাড়

কলাপাড়া প্রতিনিধি:: পবিত্র ঈদ ই মিলাদুন্নবী সাঃ আগামী বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি তালিকায় ও এর সঙ্গে যুক্ত হয়েছে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ দিবসকে ঘিরে ৫০ শতাংশ ছাড়ের ঘোষনা দিয়েছে হোটেল মোটেল মালিক কর্তৃপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৭ দিন এ ছাড়ের আওতায় থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসেশিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ ও কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শাহালম হাওলাদার।

এ সুযোগে স্কুল-কলেজ অফিস আদালত বন্ধ থাকায় সহপরিবারে বেড়াতে আসতে পারেন প্রাকৃতিক সুন্দর্যের লীলাভূমি কুয়াকাটা। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। সে এক মনোমুগ্ধকর দৃশ্য- যা দেখার জন্য প্রতিদিন এখানে ভিড় জমায় দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। এ সমুদ্র সৈকতে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য যে কতটা মনোরম হতে পারে তা লিখে বোঝানো মুশকিল। বাংলাদেশ থেকে প্রাকৃতিক এই দুর্লভ সৌন্দর্য উপভোগের সুযোগটা আপনি অনায়াসেই পেতে পারেন কুয়াকাটাতে। স্থানীয় মানুষ আর ভ্রমণপ্রিয়াসীরা কুয়াকাটায় এসে আদর করে ডাকেন সাগরকন্যা বলে।

পর্যটন ব্যবসায়ী কেএম বাচ্চু বলেন, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের অনেক সমাগম ঘটবে বলে আশা করি। এরই মধ্যে অনেক হোটেল বুকিং চলছে।

কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শাহালম হাওলাদার বলেন, বিগত বছর গুলোতে বিশেষ বিশেষ দিনে আমরা পর্যটকদের জন্য বিভিন্ন অফার ঘোষনা করেছি। এ ছাড়া বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কিছুটা কম। তাই পর্যটকদের আকৃষ্ট করতে আমরা এ ছাড়ের ঘোষনা দিয়েছি। আশা করছি কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় বড় আয়োজন রয়েছে। তবে কুয়াকাটায় আমাদের হোটেল মোটেল ওনার্স এ্যাসোশিয়েশনের পক্ষ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হবে। আমরা আশা করছি বিগত বছরগুলোর তুলনায় এবার কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে। ইতিমধ্যে ২৭ সেপ্টেম্বরের পর থেকে অনেক হোটেল মোটেলের অধিকাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের কাংখিত সেবা দিতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, বিশ্ব পর্যটন দিবস আগত পর্যটকদের জন্য আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশা করছি পর্যটকরা খুব আনন্দে তাদের ভ্রমন উপভোগ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com