শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে দুর্দান্ত ঢাকা

নিজস্ব প্রতিবেদক, একুেশর কন্ঠ : চলতি বিপিএলের শুরুতে ব্যাট করে ঢাকাকে ১৪৪ রানের টার্গেট দিয়েছিল কুমিল্লা। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে দুর্দান্ত ঢাকা।
জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেছেন নাঈম শেখ। ৪০ বলে ৫২ রান করেন তিনি।

এর আগে চলতি বিপিএলের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন ঢাকার পেসার শরিফুল ইসলাম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার ইনিংসের শেষ ওভারে বল করতে এসে দুর্দান্ত ঢাকার শরীফুল হ্যাটট্রিক তুলে নেন। প্রথম বল ডট দিলেও পরবর্তী দুই বলে টানা ছক্কা হজম করেন শরীফুল।

এরপর ঘুরে দাঁড়িয়ে শেষ তিন বলে একে একে তিন উইকেট তুলে নেন শরীফুল। ফেরান খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলামকে। চলতি বিপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলে টানা তিন উইকেট নেয়ার ঘটনা ঘটেছে সাত বার।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। ৫৬ বলে তিনি এই রান জমান ব্যক্তিগত স্কোর কার্ডে। ৪১ বলে ৪৭ রান করেন তৌহিদ হৃদয়। আর ঢাকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন শরীফুল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com