সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

কুমিল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন।

এরা হলেন- হোসনেয়ারা বেগম (৬০), তারা মিয়া (৩০) ও রিফাত হোসেন (৮)।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগ্নে রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে।

চিৎকার শুনে নানী হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা এবং ভাগ্নেকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে তিনিও বিদ্যুতের সাথে আটকে যান। এভাবে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর বিদ্যুৎ অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com