মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি::
কুমিল্লার বুড়িচংয়ের হরিনধরায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
আজ রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী লবণবাহী একটি ট্রাকের সঙ্গে মুরাদনগরের কোম্পানীগঞ্জের দিক থেকে ছেড়ে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।