মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

কুমিল্লায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের চাপায় এক শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার হাউওয়ে থানার এসআই মো. খোকন জানান, মহাসড়কের চিওড়ায় সড়কের পাশে অপেক্ষামান থাকা যাত্রীরা অটোরিকশায় উঠছিলেন। এমন সময় মহাসড়কের চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।

দুর্ঘটনার খবর শুনে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। তবে মঙ্গলবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com