মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০২ অপরাহ্ন

কুমিল্লায় একই পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি::

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ১০ জনসহ নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৫ জনে। সুস্থ হয়েছেন ১৩২ জন।

এ পর্যন্ত উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে মৃত্যুর পর। বাকি ৩ জন নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট আসার আগেই মৃত্যুবরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক রোববার রাতে এসব তথ্য জানান।

তিনি বলেন, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত একই পরিবারের ১০ জন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বণিকপাড়া এলাকার বাসিন্দা। অপর ৮ জনের মধ্যে রামচন্দ্রপুর গ্রামের ১ জন, করিমপুর গ্রামের ১ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com