বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধি, একুশের কণ্ঠ:: কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- মাদক সম্রাজ্ঞী রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এটা নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।