বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

কুপ্রস্তাব পেলে রীতিমতো প্রতিবাদ করেন ঋত্বিকা

বিনোদন ডেস্ক : শোবিজে কাজ করতে গেলে কুপ্রস্তাবের শিকার হন অনেক নায়িকাই । ক্যারিয়ারে সফলতা পেতে কেউ কেউ হয়তো রাজিও হয়ে যায় । আবার অনেকেই আছেন যারা কুপ্রস্তাব পেলে রীতিমতো প্রতিবাদ করেন । সেই দলেরই একজন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন ।

ইতোমধ্যে প্রথম সারির সব নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি । তবে এখন সেভাবে ভারতীয় বাংলা সিনেমায় দেখাই যায় না তাকে । সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে এক সাক্ষাৎকারে কুপ্রস্তাবের বিষয়টি নিয়ে কথা বলেছেন ঋত্বিকা ।

ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে নানারকম প্রস্তাবের সম্মুখীন হতে হয়? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমি অনেক ছোট থেকে কাজ করছি । তাই আমাকে অনেকেই চেনেন । নতুনদের কাছে হয়তো ‘কাস্টিং কাউচ’র প্রস্তাব আসতে পারে । কিন্তু আমাকে এই ধরনের প্রস্তাব দিলে আমি কী উত্তর দিতে পারি, তা সবারই জানা । সেই জন্য আমাকে কেউ এই ধরনের প্রস্তাব দেন না ।

অন্য তারকাদের টালিউডের পার্টিগুলোতে দেখা গেলেও ও সেভাবে দেখা যায় না ঋত্বিকাকে । এ প্রসঙ্গে ঋত্বিকা বলেন, আমি পার্টি করতে ভালোবাসি না । নিজের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালো লাগে। তবে মানুষের সঙ্গে কথা বলতে ভীষণ পছন্দ করি । মাঝে মধ্যে বাধ্য হয়ে গিয়েছি কিছু পার্টিতে । এখন না বলতে শিখেছি ।

বর্তমানে দক্ষিণী সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ত ঋত্বিকা । কিন্তু বাংলা সিনেমার কাজই বেশি করতে আগ্রহী তিনি । এ বিষয়ে তিনি বলেন, দুটি ইন্ডাস্ট্রির প্রায় সবই এক রকম । ভাষাটা হয়তো ভিন্ন । তবে পারিশ্রমিক ওখানে অনেকটাই বেশি । এতে লুকোনোর কিছু নেই। বাংলার শিল্পীরা সত্যিই খুব প্রতিভাবান ।

অভিনেত্রী আরও বলেন, পেশাদারিত্বের বিষয়ে অবশ্য কিছু বলতে পারব না । আমার কাছে দক্ষিণে কাজ করার প্রস্তাব আসার পর গল্প ও চরিত্র ভালো লেগেছিল বলে রাজি হই । যদিও ওখানে আমি বাংলারই প্রতিনিধিত্ব করি । ওখানে আমাকে সবাই বাঙালি অভিনেত্রী হিসেবেই চেনেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com