শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় পুরো দেশই এখন শোকে কাতর। এমন শোকাবহ পরিবেশে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামতে হচ্ছে লিটন দাসদের। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।
আজকের ম্যাচে জিতলেই প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। কিন্তু এমন শোকের মাঝে উল্লাস কি করতে পারবেন ক্রিকেটাররা? উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত হওয়ায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সন্তান হারানোর বেদনায় ভারাক্রান্ত পিতামাতা আর দগ্ধদের আহাজারি সারাদেশে শোকের ছায়া ফেলেছে। এই মর্মান্তিক ঘটনার মাঝে ক্রিকেটাররা মাঠে নামলেও নিশ্চিতভাবেই তাসকিন-লিটনদের মন ব্যথায় ভারাক্রান্ত।
বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ম্যাচ ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে, খেলোয়াড় ও অফিসিয়ালরা পরবেন কালো আর্মব্যান্ড। আজকের দিনটি রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালিত হওয়ায় স্টেডিয়ামেও বাজবে না কোনও সঙ্গীত।
বাংলাদেশ টানা ছয় টি-টোয়েন্টি হারের পর হুট করেই ছন্দ খুঁজে পেয়েছে। শ্রীলঙ্কাতে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষেও দারুণ শুরু করেছে। গত ম্যাচের জয়ে টানা তিন ম্যাচ জিতে গেছেন লিটনরা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন। একদিন পারভেজ প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরানতো আরেকদিন জুনিয়র তামিম। গত ১০ ম্যাচে তামিমের ২১ ছক্কা আর ৯ ম্যাচে ইমনের ১৯- এই দুজনের ব্যাট যদি একসঙ্গে ছন্দ খুঁজে পায়, তাহলে প্রতিপক্ষের বোলারদের খবরই আছে! আগের ম্যাচে বোলাররাও ছিলেন দারুণ ফর্মে। মোস্তাফিজ-তাসকিনের বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররা চোখে শর্ষেফুল দেখেছেন।
সবমিলিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের কম্বিনেশন এবং টসভাগ্য সহায় হলে আজই নিশ্চিত হবে বাংলাদেশের সিরিজ। এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করতে পারলে র্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ মিলবে। তবে ক্রিকেটারদের হৃদয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। তাই আজ মাঠের প্রতিটি মুহূর্তে থাকবে হারানো প্রাণদের প্রতি গভীর শ্রদ্ধা।