বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু, গুলিবিদ্ধ আরও ২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে মাত্র তিনদিনের ব্যবধানে আবারো বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) দিবাগত ভোর রাতে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোররাতে সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর বেলতলা নামক স্থান হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশী নাগরিক গরু চোরাচালানোর জন্য প্রবেশ করে। এ সময় ভারতের ৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই শ্রী মুরুলি চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়।

এসময় মিজানুর রহমান ও লিটন মিয়া নামে আরও দুজন আহত হয়। গুলিবিদ্ধ দুজন কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছেন এবং নিহত মুরুলির লাশ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই উপজেলার চন্দ্রপুর সীমান্ত এলাকার বাসিন্দা।

নিহত মুরুলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লাশ দেখার জন্য কালীগঞ্জ থানায় ভীর জমায়। এদিকে মুরুলির পরিবারে শোকের মাতম চলছে। কান্নায় ভেঙে পড়ছেন মুরুলির শিশু কন্যা ও স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তি লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৫ মার্চ) দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে লিটন মিয়া নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। পরে বিএসএফ লাশ নিয়ে যাওয়ার দুইদিন পর বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার মরদেহ ফেরত দেন ভারতীয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com