বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আমন ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদুল ইসলাম (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত দফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একজনের আমন ধানক্ষেতে কৃষি শ্রমিক হিসেবে কাজে যান জাহেদুল ইসলাম। ওই আমন ধান ক্ষেতে দীর্ঘদিন ধরে পড়েছিল স্থানীয় শাহ আলম নামে একজনের সাঁটানো নগ্ন বিদ্যুতিক লাইন। অনেক বার বলার পরেও সেই নগ্ন বিদ্যুতিক লাইন সড়ানো হয়নি। সোমবার ওই আমন ক্ষেতে কাজ করতে গিয়ে ওই বিদ্যুতের নগ্ন তারে স্পৃষ্ট হয়ে প্রথমে গুরুতর আহত হন কৃষি শ্রমিক জাহেদুল ইসলাম। পরে বুঝতে পেয়ে অপর শ্রমিকরা তাকে উদ্ধার করতে গিয়ে আরো দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের তিনজনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই জাহেদুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত অপর দুই শ্রমিককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।