মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

কালীগঞ্জে চলন্ত ট্রেনে ঝাপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আয়শা সিদ্দিকা আঁখি নামে এক তরুণী (১৮) আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী আয়শা সিদ্দিকা আঁখি উপজেলার কাশীরাম গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ ঘনশ্যাম এলাকা অতিক্রম করছিল। এ সময় সে রেললাইনে উঠে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা ও শরীর দ্বি-খন্ডিত হয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘যেহেতু ঘটনাটি রেল লাইনের ওপর ঘটেছে এজন্য লালমনিরহাট জিআরপি থানার ওসি’র নিকট ঘটনার যাবতীয় বিষয় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে জিআরপি থানায়।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com