সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জোহারা বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জোহারা বেগম দীর্ঘদিন থেকে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে জানাগেছে।
শনিবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান মালীরধাপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোহরা বেগম ওই এলাকার জহির আলীর মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা জোহরা বেগম দীর্ঘদিন থেকে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। একমাত্র সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো তাকে। বিভিন্ন সড়ক ও অন্যের বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাতো। শনিবার রাতে জোহরা বেগম বাড়িতে একা ছিলেন। এ সময় তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে শুরু করে। তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঢুকতেই ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সৈকত চন্দ্র জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।