মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

কালীগঞ্জে আগুনে পুড়লো ২৫টি দোকান, কোটি টাকার ক্ষতি

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে সাবেক এমপি বিএনপি নেতা সালেহ উদ্দিন আহমেদ হেলালের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের তুষভান্ডার বাজারে একটি মার্কেট তৈরী করে ভাড়া দেন বিএনপি নেতা সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলাল। ওই মার্কেটের একটি ওষুধের দোকানে হঠাৎ আগুন লাগে। সেই আগুন মুহুর্তে পার্শ্ববর্তি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনসহ কালীগঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একে একে আরও চারটি ইউনিট এসে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নেয়। এসময় মার্কেটের ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফেরদৌস আহমেদ বলেন, এমপি স্যারের নির্দেশে ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমান তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সহায়তা দেয়া হবে।

কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সাভির্সের ৪টি ইউনিটের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com