বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

কালিয়াকৈর সৃজনশীল বনায়ণের চারা নিধনের অভিযোগ

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগাম্বর এলাকায় বন বিভাগের সৃজনশীল বনায়নে বিষ প্রয়োগ করে চারা মেরে ফেলা ও জমি দখলের অভিযোগ উঠেছে ওই এলাকায় ভুমিদুস্য শহীদের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনাটি ঘটেছে। এতে সরাকারের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বন কর্মকর্তারা।

কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন চন্দ্রা বনবিট কমকর্তা মো. মনজুরুল ইসলাম জানান, গত ১৯/২০ অর্থ বছরের সৃজনশীল বনায়ন রোপন করার জন্য নির্দেশ দিলে উপজেলার বাগামবর এলাকায় শুক্রবার দিনব্যাপি প্রায় এক হেক্টর জমিতে পঁচিশশত আকাশমনি ও মেহগনির চারা রোপন করি। গতকাল রাতে ওই এলাকার ভুমিদুস্য শহীদ তার দলবল নিয়ে রাতের আধারে ঘাসের বিষ প্রয়োগ করে,এতে ওই জমির প্রায় তেইশত চারা মেরে ফেলে। শহীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com