বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

কালিয়াকৈর বাজারে উচ্ছেদ অভিযানের পর ফের দখল

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজার এলাকায় রাস্তার দু’পাশে গত কয়েক মাস আগে উচ্ছেদ অভিযানের পর ফের দখল হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির স্বীকার হচ্ছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজারে গত কয়েক মাস আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বাজারের রাস্তার দু-পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার করেন। কিন্তু উচ্ছেদের কয়েক মাস পর ফের আবার দু-পাশে দোকানপাট করে জবর দখল করেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির স্বীকার হচ্ছে। রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে কষ্ট হচ্ছে ও হাঁটাচলা করা কষ্ট হচ্ছে। তবে সাধারণ মানুষের ধারণা প্রশাসনের সাথে সখ্যতা করে এ দোকানপাট বসানো হয়েছে।

ভুক্তভোগী মাসুদ রানা জানান, রাস্তার দু-পাশে দোকানপাট থাকায় হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। আবারো অভিযান করে পরিষ্কার করা দরকার।

কালিয়াকৈর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানান, বাজারের রাস্তার যানজটের কারণে হাঁটাচলা করা যায় না। রাস্তা সুন্দর করতে যা যা দরকার তাই করা হবে।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, পৌরসভায় বিভিন্ন এলাকায় অভিযান করা হচ্ছে। কালিয়াকৈর বাজার ও অভিযান করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় কালিয়াকৈর বাজারে অভিযান করা হবে। বাজারের দুপাশে দোকানপাট স্থায়ীভাবে কাউকে বসতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com