শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি এবং অর্ধ সাপ্তাহিক সুবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আইয়ুব রানাসহ কয়েকজন সাংবাদিক সোমবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবে বসে চা চক্র চলছিল।
এ সময় উপজেলার পীরেরটেকী এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে শামসুল আলম পূর্বপরিকল্পিতভাবে প্রেসক্লাবে ঢুকে প্রতিহিংসাবশত অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে খুন করে তার লাশ গুম করিয়া ফেলার হুমকি প্রদান করে চলে যায়। এ ঘটনায় কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা বাদী হয়ে আজ দুপুরে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ১০৯৭) দায়ের করেন।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা জানান, সামছুল স্থানীয় লোক হওয়ার সুযোগে বিভিন্ন সময় প্রেসক্লাবে বসেন। সাংবাদিকরা না থাকলে কৌশলে প্রেসক্লাবের পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন সরকারী অফিসে দালালি করে আসছে। প্রেসক্লাবের পরিচয়ে এসব অপকর্ম করতে নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হন এবং গালিগালাজ করেন। এক পর্যায় আমাকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যান। অভিযুক্ত শামসুল আলম জানান, উনি আমাকে বকাবকি করেছে পরে আমিও বকাবকি করেছে। তবে প্রাণনাশের হুমকি দেইনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।