শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হলো আইডিয়াল বিজ্ঞান মেলা। কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে দিনব্যাপী আইডিয়াল বিজ্ঞান মেলা উদ্বোধন করেন গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
এসময় সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজেরে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। শিশুদের বাস্তব মুখী শিক্ষাগ্রহনে আগ্রহী করে তুলতে এসব মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সফিপুর আডিয়াল স্কুল এন্ড কলেজের দুইশতাধিক শিক্ষার্থী এ মেলায় অংশগ্রহণ করে। মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্টসমূহ দিনব্যাপী প্রদর্শন করা হয়। প্রজেক্টের মধ্যে রয়েছে পরিকল্পিতি নগরায়ন, পরিবেশ নিয়ন্ত্রণ, রোবট এন্ড ফ্রি এনার্জি, ড্রোনসহ বেশ কয়েকটি আবিস্কার।