বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গত ২৪ ঘন্টায় আরও ৮জন করোনা রোগী করোনায় শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় ১০৮জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এই পযর্ন্ত করোনা রোগী ৩৩জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ১১৩৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক ব্যাক্তি, শিশু ও সাংবাদিকসহ করোনা পজেটিভ হয়েছে ১০৮জন। তবে উপজেলার ৩৩জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। অন্যরা নিজ বাড়ি চিকিৎসাধীন আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাজমুন নাহার জানান, উপজেলায় এই পযন্ত ১০৮জন করোনা রোগীর মধ্যে ৩৩জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। করোনা মোকাবেলায় সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।