শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরে কালিয়াকৈরে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বেশি দামে বিক্রির দায়ে দোকানীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারে নিত্যপন্য বেশি দামে বিক্রি করছে এমন সংবাদ পেয়ে শুক্রবার রাতে কালিয়াকৈর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি ওষুধের দোকান ও তিনটি চাউলের দোকান ও দুইটি মুদী দোকানসহ ৮ দোকানীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন রুমেল জানান, নিত্যপন্যের দাম নিয়ন্ত্রন রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। করোনা আতঙ্ক ছড়িয়ে যাতে সাধারণ মানুষকে কেউ ভোগান্তিতে ফেলতে না পারে এরজন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এছাড়াও করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে কেউ যেন প্রয়োজনীয় জিনিষপত্র বেশী ক্রয় না করে। যার যেটুকু প্রয়োজন তার বেশী যাতে ক্রয় না করে তার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় লিপলেট বিতরন করা হচ্ছে।