শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

কালিয়াকৈরে ৪র্থ ঢাকা আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন

কালিয়াকৈর প্রতিনিধি::

প্রাকৃতিক পরিবেশ ঘেরা শাল-গজারী বন পরিবেষ্টিত মনোরম পরিবেশ ও ঐতিহ্যবাহী দশর্নীয় স্থান গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের ৪র্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী। ঢাকা মেট্রোপলিটনসহ ঢাকা বিভাগের ১৪টি জেলা থেকে প্রায় তিন হাজার কাব স্কাউট, কাব লিডার ও কর্মকর্তা এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন।

শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড: আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পুরী আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ সেলিম রেজা, জেলা প্রশাসক গাজীপুর এস এম তরিকুল ইসলাম, উপ-পরিচালক মাধ্যমিক শিক্ষা ও বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার সাখায়েত হোসেন প্রমুখ।

সকাল থেকে উপস্থিত কাব স্কাউটরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। সকালে ঘুম থেকে জেগে পিটি এরপর নিজেদের আবাস ঠিকঠাক করা, ঐতিহ্যের খেলা, মেধারবিকাশ, আমার নৈপুন্য ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণ করে দিন অতিবাহিত করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com