রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি॥ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাঁচলক্ষী এলাকায় আদালতের দেয়া ১৪৪ দ্বারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার পাচঁলক্ষী মৌজার আর এস ৩৩ খতিয়ানে ৭২ শতাংশ জমি আমির হোসেন গং তার ভাইয়েরা পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে। আসাদুজ্জামান ও তার লোকজন ওই জমির মালিকানা দাবী করলে গাজীপুর আদালতে মামলা দায়ের করে আমির হোসেন গং। আদালত ২ জুলাই ১৪৪ দ্বারা জারি করে।
আজ সোমবার সকালে ওই জমিতে আমন ধান চাষ করার জন্য আসাদুজ্জআমান ও ফাহিমার লোকজন নিয়ে ১৪৪ দ্বারা ভঙ্গ করে আমন ধান চাষ করার চেষ্টা করে। বাদী থানার আশ্রয় নিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে জমি থেকে উঠিয়ে দেন। পরে দুপক্ষকে র্কোটের নির্দেশ মানার জন্য বলেন কালিয়াকৈর থানা পুলিশ।
এব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ মুক্তি মাহমুদ ও আতিকুর রহমান রাসেল জানান, আদালতের নির্দেশে ওই জমিতে ১৪৪ দ্বারা জারি থাকায় ফাহিমা গং ও তার লোকজনকে জমি থেকে উঠিয়ে দেয়া হয়।