শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরের প্রধান মন্ত্রীর শেখ হাসিনার ব্যবস্থাপনায় উপজেলার পরিষদ ও আওয়ামী লীগের সহযোগীতায় শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২০০০ হতদরিদ্র দিনমজুর, কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, গাজীপুরের জেলা পরিষদের সংরক্ষিত সদস্য আসমা আক্তার, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন, সাবেক উপজেলার ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।