বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৪

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমতলী এলাকায় বৃহস্পতিবার সিএনজি ও ট্রাকের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ২ বছরের শিশুসহ ৪ জন।

নিহত হলেন- উপজেলার বহেড়াতলী এলাকার আনার উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩৫)। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দপ্তরি ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বহেড়াতলী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দপ্তরি রুহুল আমিনসহ ৫জন যার যার গন্তব্যস্থলে ও কর্মস্থলে যাওয়া পথে উপজেলার আমতলী এলাকায় আসলে সিএনজি সাথে ট্রাকের সাথে সংঘর্ষ হলে ওই কলেজের দপ্তরি রুহুল আমিন নিহত হয়। এবং শিশু সহ আরও ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন স্বজনদের কাছে হস্তান্তর করেন।

কালিয়াকৈর থানার (এসআই ) জামাল উদ্দিন জানান,ফুলবাড়ীয়া -কালিয়াকৈর সড়কে আমতলী এলাকায় সিএনজি ট্রাকের সাথে সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় আরও ৪জন আহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com