বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গৃহবধু ইয়াসমিন আক্তার (৪০) নিহত ও তার স্বামী কহিনুর ইসলাম(৫০) আহত হয়েছে।
নিহত ইয়াসমিন পূর্বচান্দরা এলাকার কহিনুর ইসলামের স্ত্রী। স্বামী স্ত্রী একটি মোটর সাইকেলযোগে শ্রীফলতলী গ্রামের শ্বশুরবাড়ী থেকে নিজের বাড়ী ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক মোড় নামক স্থানে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই কহিনুর ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার নিহত হন। এতে কহিনুর ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
আবেদনের পরিপেক্ষিতে পুলিশ নিহতের লাশ স্বজনের কাছে বুঝিয়ে দেন।
আহত কহিনুর ইসলামের ছোট ভাই পৌর কমিশনার সাইফুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় বড় ভাবি নিহত হয়েছে। এতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন।
গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন জানান, নিহতের লাশ স্বজনের আবেদনের পরিপেক্ষিতে বুঝিয়ে দেওয়া হয়েছে।