বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে পরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জমি দখল করে দোকান ঘর নির্মান কাজ চলছে। সড়ক ও জনপদের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে এসব কাজ হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার পরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লতিফপুর হইতে বোর্ডঘর ও কালিয়াকৈরের ফুলবাড়িয়ার রোডের মাথা হইতে চাপাইর ব্রীজ পযর্ন্ত সড়কের দু‘পাশে শতশত দোকান ঘর নির্মান করা হয়েছে। স্থানীয় কিছু দলীয় নেতাকর্মীরা এ কাজে সাথে জড়িত রয়েছে বলে যানা যায়। সম্পত্তি উপজেলার পল্লীবিদ্যুতের অফিস সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের সরকারের জমি দখল করে একটি আধাপাকা টিনসেট দোকান ঘর নির্মান কাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সাগর আহম্মেদের বিরোদ্ধে। ইতি পূর্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে অবৈধ গড়ে উঠা দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ। উচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই সড়ক ও জনপদের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে ফের আবার দোকান ঘর নির্মান করায় এলাকাবাসীর ক্ষোভ।
স্থানীয় প্রভাবশালী সাগর আহম্মেদ বলেন, সবাই মহাসড়কের জমি দখল করেছে আমি করলে অসুবিধা কোথায়। আমার হাচারীর জিনিসপত্র রাখার জন্য এ ঘর করা হচ্ছে।
গাজীপুর সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো.রাশেদুল হাসান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলায় যারা অবৈধ স্থাপনা করেছেন। সেই সব ঘরের তালিকা করা হচ্ছে অতিশিঘ্রই সেগুলো উচ্ছেদ অভিযান করা হবে।