শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালচালা এলাকায় স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এঘটনায় স্বামী, শশুর-শাশুরী ও ননদ পলাতক রয়েছে।
নিহত স্বপ্না বেগম (২২) কালিয়াকৈর উপজেলার গোয়ালচালা এলাকার মামুন মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলা গোয়ালচালা লাল মিয়া ছেলে মামুন মিয়া ও গাবতলী এলাকার আলম মিয়ার মেয়ে স্বপ্না বেগমের সাথে পারিবারিক ভাবে গত ৬ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। নিহতের পরিবারের দাবী যৌতুকের টাকার জন্য বিয়ের পর থেকেই স্বপ্নার উপর নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের লোকজন। বুধবার রাতে কোন এক সময় শ্বাসরোধ করে তাকে হত্যার পর স্বামী, শশুর-শাশুরী ও ননদ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে নিজ বসত ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের চাচা আমির হোসেন জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বপ্না বেগমকে যৌতুকের টাকা নিয়ে মারপিট করতো এই নিয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ হয়েছিল। মামুন মিয়া আমার ভাতিজিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।
ইউপির সদস্য সাইফুল ইসলাম জানান, মামুনের পিতা লাল মিয়া রাত তিনটার সময় আমাকে মোবাইলে ফোন করে তার ছেলে স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। পরে তাদের বাড়ীতে গিয়ে দেখতে পায় ঘরের ভিতর লাশ হয়ে পড়ে রয়েছে।
কালিয়াকৈর থানার এস আই আব্দুস সালাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রির্পোটের পর সঠিক তথ্য বলা যাবে।