শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

কালিয়াকৈরে স্ক্র্যাচ প্রোগ্রামিং গাজীপুর জেলার প্রথম

কালিয়াকৈর প্রতিনিধি::

সারা বাংলাদেশের মত গাজীপুরের শহীদ স্মৃতি স্কুলে স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখ রাসেল ল্যাব প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ওই প্রতিযোগিতায় গাজীপুর জেলার প্রথম স্থান হিসাবে নির্বাচিত হয় গাজীপুরের কালিয়াকৈর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী তাসফিয়া।

উপজেলা শিক্ষা অফিস ও পরিবার সূত্রে জানা যায়, ‘অবাক হচ্ছে বিশ্ব এবার’ বাংলার শিশুরা প্রোগ্রামার’ এই স্লোগানকে নিয়ে শিশু প্রোগ্রামার তৈরির লক্ষ্যে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও তারুণ্যের বিহত্তর প্লাটর্ফম ইয়াং বাংলা।

শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষে সেন্ট্রাল ফর রিচার্জ এন্ড ইনফরমেশনের (সি আর আই) ইয়াং বাংলা ও শেখ রাসেল ল্যাবের আয়োজনে গাজীপুর শহীদ স্মৃতি স্কুলে দুই দিনের কর্মশালা প্রতিযোগিতায় ছেলে মেয়েরা অংশগ্রহন করেন। পরে গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে ২য় শ্রেনীর ছাত্রী তাসফিয়া আক্তার ১ম স্থান অধিকার করেন। এ বছর গাজীপুর জেলা থেকে শেখ রাসেল ল্যাব এর আওতায় ৫৭টি স্কুল হতে ৫০০এর অধিক ছেলে মেয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ওই প্রোগ্রামিং প্রতিযোগীতায় কালিয়াকৈর উপজেলার ভান্নার আনন্দ মাল্টিমিডিয়া দ্বিতীয় শ্রেনীর ছাত্রী তাসফিয়া প্রথম স্থান অধিকার হয়। তাসফিয়ার প্রতিটি মুহুর্ত কাটছে সে একদিন বাংলাদেশের মধ্য চেষ্টা প্রোগ্রামার হব।

তাসফিয়ার অভিবাবক তন্নী আক্তার জানান, আমার মেয়ে স্ক্র্যাচ প্রোগ্রামারে গাজীপুর জেলায় সেরা নির্বাচিত হওয়ায় আমি খুব আনন্দিত, সেই সাথে ধন্যবাদ জানায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুলকে, সবার কাছে দোয়া চায় আমার মেয়ে বাংলাদেশের মধ্য যেন বড় প্রোগ্রামার হতে পারে ওর সপ্ন যেন বাস্তবে পরিনত হয়।

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক সুজন মাহমুদ জানান, তথ্য ও প্রযুক্তির ও মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো হয়। তারই সুফল আমরা পেয়েছি। আমাদের স্কুল থেকে ২য় শ্রেনীর ছাত্রী ১ম স্থান হওয়ায় আমরা গর্বিত। আগামীতে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে আরো অগ্রসর হতে পারব।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, কালিয়াকৈর উপজেলায় শিশু-কিশোর স্ক্র্যাচ প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৭ টি স্কুলে ৫১ ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে তার মধ্যে আনন্দ মাল্টিমিডিয়া গাজীপুরের মধ্যে ১ম স্থান করেন এবং এ মাসের মধ্যেই বিভাগীয় পর্যায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com