সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢং বাইং এলাকায় সরকারী গজারী বন বিভাগের জমি দখল করে বাড়ী নির্মাণের মহাউৎসব চলছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা ডং বাইং এলাকায় বাড়ইপাড়া বন বিট অফিসের আওতাধীন সরকারী গজারী বনের জমির ভিতরে কবির হোসেন নামে এক ব্যক্তি সরকারি গজারী বনের জমি দখল করে ঘর নির্মাণের কাজ করছেন। বিট কর্মকর্তার যোগসাজশে এসব ঘর নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে।
বাড়ইপাড়া বিট অফিসের এক স্টাফ রাব্বানী জানান, আপনি অফিসে আসেন একটু চা খেয়ে যান।
বাড়ইপাড়া বনবিট কর্মকর্তার শহিদুল ইসলাম জানান, বনের ভিতর ঘর নির্মাণের বিষয়টি আমার জানা নেই। আমি এখনই আমাদের অফিসের স্টাফ সেখানে পাঠাচ্ছি।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, বনের ভিতরে বাড়ী নির্মাণের বিষয়টি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।