সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

কালিয়াকৈরে সরকারী নির্দেশ অমান্য করে ক্লাস ও কোচিং বাণিজ্য

কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী আইনকে অমান্য করে ও সাস্থ্যবিধির তোয়াক্কা না করে করোনাকালে চলছে শ্রেণি কক্ষে ক্লাস ও কোচিং বাণিজ্য।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী আইনকে অমান্য করে ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে আল ফারাবী ক্যাডেট স্কুল এন্ড কলেজ, আল হেরা একাডেমি স্কুল এন্ড কলেজ সহ অর্ধশতাধিক কিন্ডারগার্ডেন স্কুলে ক্লাস ও কোচিং প্রাইভেট চলছে। ছোট ছোট কোমল মতি শিশুরা একই ব্রেঞ্চে তিন থেকে চার জন বসে মাক্স ছাড়াই ক্লাস করছে। এমন কি ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষকরা ও মানছেন না স্বাস্থ্যবিধি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকতা কাজী হাফিজুল আমিন জানান, কোন স্কুল খোলার অনুমতি দেওয়া হয়নি। যদি কোন স্কুল খোলা রেখে ক্লাস চলে তাহলে তাদের বিরেুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com