শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এ্যাম্বুলেন্সে চালকের বিরুদ্ধে রোগীদের নিকট বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।
ওই ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলতলী এলাকার মোসলেম উদ্দিন শারীরিক অসুস্থ হওয়ায় গত ২৪ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার্ড করেন। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। উপজেলার খাড়াজোড়া এলাকায় আসলে এ্যাম্বুলেন্সের চালক জনি মিয়া বলেন, আমি ঢাকা গেলে আজ কালিয়াকৈর ফিরব না যারা ঢাকা থেকে বাড়িতে ফেরত আসবে তারা গাড়ি থেকে নেমে যান। পরে খাড়াজোড়া এলাকায় রোগীর ভাই আলাউদ্দিন আলম নেমে যায়। পরে রোগীর ছোট ভাই, তার মা ও তার দুলাভাইকে নিয়ে চালক ঢাকার হাসপাতালে পৌছিয়ে চালককে নির্ধারিত ভাড়া দিয়ে দেন। কিন্তু নির্ধারিত টাকা ছাড়াও সে বাড়তি ২০০০ হাজার টাকা দাবি করেন। এসময় তার দুলাভাই বারতি ৫০০ টাকা দেন এ্যাম্বুলেন্সের চালক জনি হোসেন ওই টাকা নিয়ে এসে পড়েন। কিন্তু তাকে আরও ১৫০০ টাকা দিতে হবে বলে দাবি করেন। ওই টাকাকে কেন্দ্র করে সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে আসলে ওই রোগীর ভাই আলাউদ্দিন আলম ও এ্যাম্বুলেন্সের চালক জনির সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কিল, ঘুষি মারতে থাকে পরে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে কালিয়াকৈর থানায় আলাউদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এ্যাম্বুলেন্স চালক জনি বলেন, বাড়তি টাকা দাবি করার প্রশ্ন আসে না, তবে আজ সকালে ওই আলাউদ্দিন আমাকে হাসপাতালের গেইটে মারধর করেছে।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এএস আই) তানিয়া আক্তার জানান, এঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।