বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
মুজিব শতবর্ষ উপলক্ষে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। এ ঘটনায় কালিয়াকৈর উপজেলার সর্বন্তরের নানা পেশাজীবি সাধারণ মানুষ, বিভিন্ন সরকারি দপ্তর সহ সকলেই শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার খেটে খাওয়া মানুষের ন্যায় প্রতিষ্ঠা ও আস্থার অন্যতম ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। যিনি নিরলস ভাবে দেশের সংকট পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন। বিশ্ব মহামারী করোনাকে উপেক্ষা করে নিরীহ ও অবহেলিত জনগোষ্ঠীর কাছে ছুটে যান সবসময়ই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক যাচাই বাছাই ও পরিক্ষার মাধ্যমে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি। তার এমন অর্জনে কালিয়াকৈর উপজেলার প্রত্যেকেই আনন্দিত হয়েছেন।
কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ জানান, কালিয়াকৈর উপজেলা করোনা কালীন সময় তিনি নিরলশ ভাবে কাজ করে গিয়েছেন। একজন সাধারন মানুষ তার কাছে কাজ নিয়ে গেলে অতি গুরুত্বে সাথে কাজ করে থাকেন। কালিয়াকৈর উপজেলা ডিজিটাল উপজেলা করার লক্ষ্যে তিনি করোনা কালীন সময়ে কাজ করে গেছেন। গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।