শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শীতের তীব্রতা বেড়েছে, গরম কাপড়ের দোকানে ভিড়

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈরে গত কয়েকদিন যাবত বেড়ে গেছে শীতের প্রকোপ। নিম্ন ও মধ্য আয়ের সাধারন মানুষ ঠান্ডার হাত থেকে একটু সস্তি পেতে ছুটছে গরম কাপড়ের দোকানে। বেশ জমে উঠেছে গরম কাপড়ের কেনা-বেচা। অন্যান্য বছরে তুলোনায় শীত একটু বেশিই অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরে রাতের বেলা ঘন কুয়াশা দেখা দিচ্ছে। সকাল-সন্ধ্যায় গায়ে লাগছে শীতল হাওয়া। ফলে কালিয়াকৈর বাজারের ফুটপাতে শীতের পোশাক বিক্রি করা জন্য সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সারাদিনই ক্রেতারা ভীর জমাচ্ছেন দোকানগুলোতে।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, বেড়ে গেছে গরম কাপড়ের কদর বিক্রিও হচ্ছে পুরোদমে। ক্রমাগত বাড়ছে ক্রেতাদের ভীড়। কাপড়ের দোকানগুলোতে গরম কাপড়ের বেশ সরবরাহ। শিশুসহ নানা বয়সের মানুষের পুরানো ও নতুন সোয়েটার, কোর্ট, জ্যাকেট, গেঞ্জি, শার্টসহ বিভিন্ন ধরনের গরম কাপড়ের পসরা ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। ফুটপাতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। শীতবস্ত্র কিনতে ফুটপাতে গড়ে ওঠা কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শীত নিবারণে সাধ্যমত কম মূল্যে শীতবস্ত্র কিনতে যাচ্ছেন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে।

কালিয়াকৈর বাজারের গরম কাপড় বিক্রেতা প্রদিপ সাহা, সনজিত সাহা, রিপন সাহা বলেন, জ্যাকেট, কোর্ট, গেঞ্জি, সব ভ্যারাইটিস কাপড় বিক্রি করা হয়। কালিয়াকৈর ফুটপাত ব্যবসায়ী সজিব হোসেন, সাব্বির হোসেন বলেন, বিভিন্ন বয়সীদের গেন্জি মিলছে ২০ থেকে ১০০ টাকার মধ্যেই। এছাড়া জ্যাকেট ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে ও টি শার্ট ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান, ইতিমধ্যে শীতের কারনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীত বস্ত বিতরণ করা হয়েছে। এবং ছিন্নমুলদের মাঝে ও শীত বস্ত বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com