শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

কালিয়াকৈরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও চারা বিতরণ

কালিয়াকৈর প্রতিনিধি::

জঙ্গিবাদ, মাদককে না বলুন, বাল্য বিবাহ, যৌতুককে না বলুন এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থীদের বাল্য বিবাহ রোধ ও যৌতুক প্রতিরোধ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পি আর ডিবি-৩ ও বি আর ডিবির উদ্যোগে কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ এলাকার ভাউমান মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ (গাজীপুর) দিদারুল আলম মোহাম্মদ মাখছুদ চৌধুরী।

আরো বক্তব্য রাখেন- উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার, ঢালজোড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, ভাউমান মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারেজ আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের মাঝে ৪৫০ টি পেয়ারার চারা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com