বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শিক্ষক ও ছাত্রলীগের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের শিক্ষক ও পৌর ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

বিক্ষোভ মিছিলটি চন্দ্রা পৌর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পদক্ষিন শেষে চন্দ্রা ত্রিমোড়ে এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, সহকারী শিক্ষক বশির উদ্দিন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন সরকার। চন্দ্রা বাজার বনিক সমিতির সভাপতি বজলুর রহমান, চন্দ্রা বাজার বনিক সমিতির কোষাদক্ষ্য বাদশা মিয়া, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি শেখ রিয়াদ, সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পদক খাত্তাব মোল্লা প্রমূখ।

বক্তরা বলেন, গতকাল যে সন্ত্রাসীরা অর্তকিত ভাবে শিক্ষক আক্তার হোসেন ও আব্দল্লাহ আল মামুনের উপর হামলা করে হত্যা করতে চেয়েছিল সেই সব দুস্কৃতিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com