বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে আনসার বাহিনী

কালিয়াকৈর প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদারে ব্যাপক ভূমিকা পালন করেছেন।

রবিবার বিকেলে কালিয়াকৈর বাজার পালপাড়া এলাকায় পুজা মন্ডব পরিদর্শন করতে আসেন কালিয়াকৈর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ফজলুল হক।

এসময় তিনি বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে করোনা কালীন সময় সামাজিক নিরাপত্তা বজায় রেখে দূর্গাদেবীর ভক্তরা যাতে পূজা অর্চনা করতে পারে। সে বিষয়ে খেয়াল রেখে উপজেলার মোট ৯৯টি পুজা মন্ডবে ১৩০ জন আসনার বাহিনী নিযুক্ত করা হয়েছে।

এসময় কালিয়াকৈর বাজার পালপাড়া পূজা মন্ডবের পরিচালক বলেন, আমরা এবছর সুখ, সাজছন্দে পূজা উদযাপন করতে পেরে আমরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com