রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে র্শীষ সস্ত্রাসীসহ গ্রেপ্তার-১০ পিস্তল,গুলি ও ইয়াবা উদ্ধার, কার জব্দ

কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক এলাকায় অভিযান চালিয়ে এক র্শীষ সন্ত্রাসীসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও প্রায় সাড়ে ৯ শত ইয়াবা উদ্ধার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর কোট হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার সফি উদ্দিন মাস্টার ওরফে সফি সিদ্দিকীর ছেলে লিয়ন সিদ্দিক ওরফে নিয়ন (৩৬), সিনাবহ এলাকার ফজলুল হকের ছেলে ফিরোজ আহম্মেদ ওরফে শুভ (৩২), আন্দারমানিক এলাকার হোসেন আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৩), মৌচাক এলাকার মৃত আঃ আউয়ালের ছেলে রুবেল পারভেজ (৩০), কারল সুরিচালা এলাকার আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ভাগ্যকুল বালাশ^র এলাকার মজিদ মিয়ার ছেলে জুয়েল হাসান (২৩), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার আঃ সালামের ছেলে ফেরদৌস হাসান (১৮), জামালপুরের সদর উপজেলার তুলশীপুর এলাকার দুলাল মিয়ার ছেলে আল আমিন (২০), একই উপজেলার মিরিকপুর এলাকার রাজা মিয়ার ছেলে আব্দুল্লাহ (২০) ও বগুড়ার সদও উপজেলার সেলিমপুর এলাকার মৃত বুধুয়া বাসপনের ছেলে সতন বাসপন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, র্শীষ সন্ত্রাসী লিয়ন তার সহযোগী ফিরোজ, জাহাঙ্গীর, আনোয়ার, রুবেল, জাহাঙ্গীর গত বুধবার রাত পৌণে ৩টার দিকে একটি সাদা রংয়ের একটি প্রাইভেটকার যোগে কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকায় যান। পরে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ওই এলাকার আনন্দ পার্কের ভিতরে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল ও এসআই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই আনন্দ পার্কের ভিআইপি ৫নং কক্ষের ভিতর থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৯০০ ইয়াবা উদ্ধার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃত র্শীষ সন্ত্রাসী লিয়নের নামে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মার্ডার মামলা রয়েছে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী লিয়নের সহযোগী ফিরোজ, জাহাঙ্গীর, আনোয়ার, রুবেল, জাহাঙ্গীরের নামেও একাধিক মামলা রয়েছে।
অপরদিকে জুয়েল, ফেরদৌস, আল আমিন, আব্দুল্লাহ ও সতন বাসপন এই চারজন গত বুধবার রাত ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকায় পল্লীবিদ্যুতের বড়ইবাড়ি সাবষ্টেশনের বাউন্ডারীর ভিতরে ইয়াবা বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার পি এসআই আবু সাইদ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাসী চালিয়ে চারজনের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশের পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী লিয়নসহ ১০জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তুল, এক রাউন্ড গুলি, ৯৪০ পিচ ইয়াবা উদ্ধার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com