বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রায়েরচালা থেকে গলাচিপা সড়কে এলাকাবাসীর নিজ উদ্যোগে সংস্কারের কাজ করছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবছরেও খেটে খাওয়া মানুষগুলো নিজেরা টাকা তুলে খন্ড ইট ব্যবহার করে কোন রকমে চলাচলের উপযোগী করেছেন। রাস্তাটি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রায়েরচালা হতে গলাচিপা স্কুল মাঠ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি সংস্কারের কাজ নিজ উদ্যোগে করছে। ওই রাস্তা নির্মাণ বা সংস্কার নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না উপজেলা প্রকৌশলী অফিস। এই নিয়ে এলাকাবাসীর মাঝে রয়েছে তীব্র ক্ষোভ।
এ ব্যপারে ওই সড়কে চলাচলকারী নাছিম কবির, সাইফুল দেওয়ান, জাহিদ সিকদার, উজ্জল আলম, জাকির কাজী, জয়নুল আবেদীন, তারেক হাসান জানান, এ রাস্তার কাজ হয়না কেন বুঝিনা। প্রতিবছরই আমরা খন্ড ইট ব্যবহার করে রাস্তাটি মেরামত করি। রাস্তাটি সংস্কার করা হলে হাজার হাজার লোকও যানবাহনে চলাচলে উপকৃত হবে।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, রায়েরচালা সড়কের কাজটি এই অর্থবছরে করা হবে।