শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে রংধনুর সাত রংয়ে সাজছে ১২২টি স্কুল

কালিয়াকৈর প্রতিনিধি::

সেজেছে স্কুল রংধনুর সাত রঙে” শিখবে শিশুর মনে প্রাণে এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক যুগে রং দিয়ে সাজানো হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ১২২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি স্কুলে এক যোগে রংধনুর সাত রং দিয়ে সাজানো হচ্ছে। তবে এক মাসের মধ্যে সকল স্কুল রং করা শেষ হবে। যাতে সারা দেশের মধ্যে কালিয়াকৈর উপজেলাও স্থান পায়। দেখলেই মনে হবে এটা সরকারী প্রাথমিক বিদ্যালয় তাই একই রং করা হচ্ছে। স্কুলে রং করানোর ফলে স্কুলের পরিবেশ অনেক সুন্দর হয়েছে। ছাত্র ছাত্রীরা যাতে বিদ্যালয় মুখি হয়ে উঠবে। প্রতিটি স্কুলে স্লিপ বরাদ্দ, ক্ষুদ্র মেরামত বরাদ্দ টাকা দিয়ে থাকেন সরকার এ বছর টাকা দিয়ে সকল স্কুলে রং করানো হচ্ছে।

৪র্থ শ্রেনীর শিক্ষার্থী কাইয়ুম হোসেন জানান, আমাদের স্কুলে আগে কোন পরিবেশ ভাল ছিল না। এখন আমাদের স্কুল রংধনুর সাত রং দিয়ে সাজানো হয়েছে। এখন স্কুল অনেক সুন্দর হয়েছে। স্কুলে আসলে আমাদের মন ভরে যায়। লেখা পড়া করতেও ভাল লাগে।

মজিদ চালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরজত আলী জানান, আমরা টিউ ম্যাডামের পরামর্শে মেরামত বরাদ্দ ও স্লিপ বরাদ্দের টাকা দিয়ে আমাদের টাকা স্কুলটি রং করানো হয়েছে। রং করার ফলে ছেলে মেয়ে লেখাপড়ার আগ্রহ বেড়েছে। রং করার স্কুলের পরিবেশ অনেক ভাল হয়েছে। স্কুলে আসলেও মন ভরে যায়।

উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার ১২২টি সরকারী স্কুলের রংধনু সাতটি রং দিয়ে সজ্জিত করন করা হচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা আনন্দ গন পরিবেশে স্কুলে এসে শিক্ষা গ্রহন করতে পারে। সরকারী অর্থয়নের মাধ্যমে প্রতিটি স্কুল এক রকম রং দিয়ে রং করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com