বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলার চন্দ্রা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বুধবার বিকেলে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল ওহাব মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জসিম আহম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শীতল চৌধুরী, কাজী রনি, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারন সম্পাদক সুমন রানা, বোয়ালী ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সরকার, ফুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, দেওয়ান সোলাইমান, মীর আশিকুজ্জামান ডানো, সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা, নাজমুল হাসান, আতিকুর রহমান, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আইয়ুব রানা, কাজী আলী, মিলন আহম্মেদ সোহাগ প্রমুখ।