শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রোববার দুপুরে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী থেকে অজ্ঞাত (১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসটি চন্দ্রা এলাকায় আসলে বাসের হেলপার এক ব্যক্তিকে অচেতন অবস্থায় সিটের মধ্যে পড়ে আছে দেখতে পায়। পরে বাসটি থামিয়ে যাত্রীরা ওই যাত্রীকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পাওয়া যায় না। এতে তারা বুঝতে পারে সে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দিগন্ত পরিবহনের বাসও লাশটি থানায় নিয়ে আসে। পরে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার পড়নে ছিল হলুদ রংঙের টি শার্ট ও কালো রংঙের প্যান্ট। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার (এস আই) আব্দুল হাকিম জানান, লাশটি বাস থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের ব্যাগে কিছু ঔষধ পত্র ছিল তবে ধারনা করা হচ্ছে ওই যুবক অসুস্থ্য থাকার কারনে মারা গেছেন।